ছানাবিয়াহ (আলিম) শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পুরুষ ও মহিলা শাখায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ছানাবিয়াহ (আলিম) শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া হবে।
ভর্তি পরীক্ষা : ১৯শে জুলাই ২০২৫, শনিবার, সকাল ১০-টা।
পরীক্ষা পদ্ধতি : নির্ধারিত দিনে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র : দাখিল/সমমান পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি ও দাখিল/সমমান পাশের নম্বরপত্র।
ক্লাস শুরু : ২৬শে জুলাই ২০২৫, শনিবার।
শর্তাবলী : (১) দাখিল বা সমযোগ্যতা সম্পন্ন হওয়া (২) মূল কিতাব পড়ার যোগ্যতা ও আরবী ব্যাকরণ সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা (৩) অনলাইনে ফরম পূরণ করতঃ প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
ওয়েবসাইট : www.amis.edu.bd
যোগাযোগ :
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া (আম চত্বর), পোঃ সপুরা, রাজশাহী।
মোবাইল : ০১৩০৯-১৩৪০৫১; ০১৭১৭-৮৬৫২১৯, ০১৮০৫-৯৫৮৮২৮।
আলিম / ছানাবিয়া ভর্তি পরীক্ষা (মহিলা শাখা) সংক্রান্ত
অভিভাবকদের প্রশ্ন
১. নতুন
ছাত্রীদের কি কি বিষয়ের,
কত নাম্বারের পরীক্ষা হবে?
-৯ম-১০ম এর নাহু, ছরফ ও আরবী সাহিত্য বিষয়ে ৫০ মার্ক ১ ঘন্টা লিখিত + সংক্ষিপ্ত মৌখিক
২. রেজাল্ট
কবে? রেজাল্ট
অনলাইন নাকি অফলাইন?
১দিন
পর অনলাইনে বা ফোনে জানানো হবে
৩. অত্র
মাদ্রাসা থেকে দাখিল পাস শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ভিন্নতা আছে কিনা?
-তাদের
কেবল ভাইভা হবে। অধিকাংশকে ভর্তি নেয়া হবে ইনশাআল্লাহ।
৪. ভর্তি
প্রক্রিয়া শুরু কবে থেকে?
- রেজাল্টের
পর থেকে ৩০ তারিখ পর্যন্ত
৫. আলিমে
ভর্তি শিক্ষার্থীদের দাওরা শুরু হবে কবে থেকে?
-দাওরার
জন্য আলাদা পরীক্ষা দিতে হবে কিনা। ছানাবিয়াহ বা আলিম পাশ করার পর ১ বছরের দাওরার
জন্য আলাদা পরীক্ষা হবে। সেখানে সকল ছাত্রীকে ভালোভাবে পরীক্ষা নিয়ে মান যাচাই করে
নেয়া হবে ইনশাআল্লাহ।