খাতা পুনর্মূল্যায়ন ও নম্বরপত্রের ভুল সংশোধনের আবেদন
এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ১ম থেকে ১০ম শ্রেণীর ছাত্র ও সম্মানিত অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে, ৫ই আগস্ট’২৫ থেকে ১২ই আগস্ট’২৫ মঙ্গলবার পর্যন্ত খাতা পুনর্মূল্যায়ন ও নম্বরপত্রের ভুল সংশোধনের আবেদন গৃহীত হবে। নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না। অতএব খাতা পুনর্মূল্যায়ন ও নম্বরপত্রের ভুল সংশোধনে আগ্রহী ছাত্র/অভিভাবকবৃন্দকে যথাসময়ে নম্বরপত্রের ফটোকপিসহ ‘আহ্বায়ক, পরীক্ষা উপ-কমিটি, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’ বরাবর আবেদন করার পরামর্শ দেওয়া হল।
বি. দ্র : ১. পরীক্ষা উপ-কমিটি কর্তৃক আবেদন গৃহীত হলেই কেবল খাতা পুনর্মূল্যায়ন করা হবে; অন্যথায় নয়।
২. একজন ছাত্র/অভিভাবক ১/২ টি খাতা পুনর্মূল্যায়ন করতে পারবেন। প্রত্যেকটি খাতা পুনর্মূল্যায়নের জন্য ৫০/- ফী প্রদান করতে হবে।