আল-মারকাযুল ইসলামী আস-সালাফী - ভর্তি নীতিমালা
এ্যাডমিশন ২০২৪
২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির সময়কাল
ভর্তি ফরম বিতরণ : ২রা ডিসেম্বর’২৩ হ’তে ২৮শে ডিসেম্বর’২৩ পর্যন্ত।
ফরম পুরণ ফী: ৩০০/-।
ভর্তি পরীক্ষা : ৩০শে ডিসেম্বর’২৩ শনিবার সকাল ৯-টা।
ফলাফল প্রকাশ : ৩১শে ডিসেম্বর’২৩ (ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে)।
ভর্তি : ৩১শে ডিসেম্বর’২৩ হ’তে ৬ই জানুয়ারী’২৪ পর্যন্ত।
ক্লাস শুরু : ৬ই জানুয়ারী’২৪ শনিবার।
পুরাতন শিক্ষার্থীদের ভর্তি : ২৩শে ডিসেম্বর’২৩ হ’তে ৬ই জানুয়ারী’২৪ পর্যন্ত।
নির্ধারিত সময়ে কোন পুরাতন ছাত্রী ভর্তি না হ’লে তার আসন শূন্য বিবেচনা করতঃ তদস্থলে নতুন ছাত্রী ভর্তি নেওয়া হবে।
দাওরায়ে হাদীছ শ্রেণীতে ভর্তি : দাখিল পরীক্ষার ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে।
ভর্তির যোগ্যতা
১.কিতাব বিভাগে ৪র্থ শ্রেণী হ’তে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হ’তে হবে। মক্তব, হিফয ও শিশু থেকে ৩য় শ্রেণী পর্যন্ত আসন সাপেক্ষে মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হবে।
২.‘দাওরায়ে হাদীছ’ বিভাগে ভর্তির ক্ষেত্রে দাখিল পরীক্ষায় অথবা কওমী মাদরাসা থেকে মুতাওয়াসসিতাহ শ্রেণী উত্তীর্ণের সনদ থাকতে হবে। সেই সাথে জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের পক্ষ থেকে প্রশংসাপত্র জমা দিতে হবে।
৩.হিফয বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৭ থেকে অনূর্ধ্ব ১০ বছর হবে। প্রথমে নাযেরায় সর্বোচ্চ পর্যবেক্ষণের পর শিক্ষার্থীকে হিফয বিভাগের জন্য নির্বাচন করা হবে।
৪.শিশু শ্রেণীর ভর্তির বয়স ৫-৬ বছর, প্রথম শ্রেণীর ভর্তির বয়স ৬-৭ বছর এবং মক্তব বিভাগে ভর্তির বয়স ৭ থেকে অনূর্ধ্ব ৮ বছর। পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
ভর্তির যোগ্যতা
১. শিশু শ্রেণীর ভর্তির বয়স ৫-৬ বছর, প্রথম শ্রেণীর ভর্তির বয়স ৬-৭ বছর এবং মক্তব বিভাগে ভর্তির বয়স ৭ থেকে অনূর্ধ্ব ৮ বছর। পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
২. হিফয বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৭ থেকে অনূর্ধ্ব ১০ বছর হবে। প্রথমে নাযেরায় সর্বোচ্চ পর্যবেক্ষণের পর শিক্ষার্থীকে হিফয বিভাগের জন্য নির্বাচন করা হবে।
৩. কিতাব বিভাগে ৪র্থ শ্রেণী হ’তে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হ’তে হবে। মক্তব, হিফয ও শিশু থেকে ৩য় শ্রেণী পর্যন্ত আসন সাপেক্ষে মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হবে।
৪. ‘দাওরায়ে হাদীছ’ বিভাগে ভর্তির ক্ষেত্রে দাখিল পরীক্ষায় অথবা কওমী মাদরাসা থেকে মুতাওয়াসসিতাহ শ্রেণী উত্তীর্ণের সনদ থাকতে হবে। সেই সাথে জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের পক্ষ থেকে প্রশংসাপত্র জমা দিতে হবে।
ভর্তিবিধি
১.নির্ধারিত ফী ৩০০/-টাকার বিনিময়ে ভর্তি ফরম ও ভর্তি নির্দেশিকা (প্রসপেক্টাস) সংগ্রহ করতে হবে।
২.ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানের নির্ধারিত ফী সমূহ জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩.২ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি এবং জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
৪.ছাত্রীদের সাথে সাক্ষাৎ ও আনা-নেওয়ার জন্য দু’জন মাহরামের পাসপোর্ট সাইজের দু’কপি করে স্বাক্ষরিত ছবি ও ঘওউ জমা দিতে হবে।
৫.ভর্তির পর প্রতিষ্ঠান পরিবর্তন/ভর্তি বাতিল করতে চাইলে ভর্তি ফী বাবদ প্রদত্ত টাকা ফেরৎ দেওয়া হয় না।
৬.অন্য প্রতিষ্ঠান থেকে এসে ভর্তি হ’তে চাইলে তাকে পূর্ববর্তী প্রতিষ্ঠান প্রধানের পক্ষ থেকে ছাড়পত্র (টি.সি.) জমা দিতে হবে।
৭.পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র-এর ফটোকপি এবং (সর্বদা ব্যবহৃত হয় এমন) মোবাইল নম্বর জমা দিতে হবে।
ভর্তি ফী-২০২৪
শ্রেণী |
সেশন চার্জ |
মাসিক বেতন |
সংস্থাপন ফী |
আসবাব পত্র |
পাঠাগার ফী |
ক্রীড়া ও সংস্কৃতি |
ম্যাগা জিন ফী |
বিবিধ |
মোট |
মক্তব ও হিফয |
১৫০০ |
৭০০ |
৪০০ |
২০০ |
১০০ |
১০০ |
- |
১০০ |
৩১০০/- |
১ম ও ২য় শ্রেণী |
১৫০০ |
৬০০ |
৪০০ |
২০০ |
১০০ |
১০০ |
- |
১০০ |
৩০০০/- |
৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণী |
১৫০০ |
৭০০ |
৪০০ |
২০০ |
১০০ |
১০০ |
১০০ |
১০০ |
৩২০০/- |
৬ষ্ঠ শ্রেণী |
১৫০০ |
৭৫০ |
৪০০ |
২০০ |
১০০ |
১০০ |
১০০ |
১০০ |
৩২৫০/- |
৭ম ও ৮ম শ্রেণী |
১৫০০ |
৭৫০ |
৪০০ |
২০০ |
১০০ |
১০০ |
২০০ |
১০০ |
৩৩৫০/- |
৯ম হ’তে কুল্লিয়া |
১৫০০ |
৮০০ |
৪০০ |
২০০ |
১০০ |
১০০ |
২০০ |
১০০ |
৩৪০০/- |
বি. দ্র. নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে উক্ত ফী-এর সাথে ভর্তি ফী বাবদ ১৬০০/- প্রদান করতে হবে। মাসিক বেতন ব্যতীত অন্যান্য ফী ভর্তির সময় শুধুমাত্র একবার দিতে হবে। |
২০২৪ সালের মাসিক বোর্ডিং ও ব্যবস্থাপনা ফী
বোর্ডিং ফী |
২২০০/- |
ব্যবস্থাপনা ও আবাসিকতা ফী |
৭০০/- |
মোট |
২৯০০/- |