আল-মারকাযুল ইসলামী আস-সালাফী
1. অনলাইনের মাধ্যমে ০৬/১২/২০২৩ ইং তারিখ হতে ২৮/১২/২০২৩ ইং তারিখ পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে।
2.অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়ম:
www.amis.edu.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে “ভর্তি আবেদন” মেনুতে গিয়ে প্রদত্ত সকল তথ্য পূরণ করে আবেদন প্রেরণ করতে হবে। লাল তারকা চিহ্নিত (*) ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে । সকল তথ্য জন্ম নিবন্ধন অনুযায়ী পূরণ করতে হবে।
ক) প্রথমে আপনি কোন শাখায় আবেদন করতে ইচ্ছুক তা নির্বাচন করুন। বালক বা বালিকা যে একটি শাখায় আবেদন করতে পারবেন ।
খ) এরপর শ্রেণি নির্বাচন করুন। আবেদন প্রেরণের পর শ্রেণি পরিবর্তন করতে পারবেন না। একজন ছাত্র একটি মাত্র শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
গ) ইয়াতীম হিসেবে আবেদন করতে চাইলে ইয়াতীম নির্বাচন করে দিতে হবে। ইয়তীম শিক্ষার্থী আবেদনের ক্ষেত্রে অবশ্যই অভিভাবকের তথ্য প্রদান করতে হবে।
ঘ) এরপর শিক্ষার্থীর বাংলা ও ইংরেজি নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নং, জাতীয়তা, পিতার নাম, পিতার মোবাইল নং, পিতার পেশা, জীবিত/মৃত, মাতার নাম, মাতার মোবাইল নং, জীবিত/মৃত, গ্রাম, ডাকঘর, থানা/উপজেলা ও জেলার নির্ধারিত ঘর পূরণ করতে হবে ।
ঙ) উপরোক্ত তথ্যগুলো পূরণ শেষে ফরমের নিচের অংশে শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই ৩০০X২৫০ পিক্সেল JPG, JPEG, PNG ফরম্যাটে হতে হবে। ছবিটি ১ মেগাবাইটের বেশি হওয়া যাবে না। [বি: দ্র: ছেলেদের পাঞ্জাবী ও টুপি পরিহিত এবং মেয়েদের ক্ষেত্রে হিজাব পরিহিত ছবি হতে হবে ।]
সঠিকভাবে সকল তথ্য প্রদান করা হয়ে গেলে “আবেদন প্রেরণ করুন” বাটনে ক্লিক করুন। এরপর পূরণকৃত আবেদন ফরমটি প্রদর্শিত হলে “প্রিন্ট” বাটনে ক্লিক করে ফরমটি প্রিন্ট করুন। এই ফরমটি ভর্তির সময় জমা দিতে হবে।
৩. আবেদন ফি প্রদান:
ক) আবেদন ফী ৩০০/- টাকা অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে।
খ) আবেদন প্রেরণ সফল হওয়ার পর আবেদন ফি প্রদান করতে “ভর্তি আবেদন” পেজে গিয়ে “payment” বাটনে ক্লিক করুন।
গ) এই পেজে খালি ঘরে ডাউনলোডকৃত আবেদন ফরমে প্রদত্ত ভর্তি রোল এবং জন্ম নিবন্ধন নম্বর প্রদান করে “খুঁজুন”বাটনে ক্লিক করলে আপনার তথ্যগুলো প্রদর্শিত হবে।
ঘ) প্রদর্শিত তথ্যগুলো আপনার কিনা তা যাচাই করুন। প্রদর্শিত তথ্য সঠিক হলে “ভর্তি আবেদন ফি প্রদান করুন” বাটনে ক্লিক করুন ।
ঙ) উক্ত বাটনে ক্লিক করলে নতুন একটি পেজ প্রদর্শিত হবে যেখানে বিভিন্ন পেমেন্ট মাধ্যম আছে । যেমন: বিকাশ, নগদ, ওকে ওয়ালেট ইত্যাদি ।
চ) যে কোনো একটি মাধ্যম দিয়ে আপনার আবেদন ফি ৩০০/- টাকা প্রদান করুন ।
ছ) আবেদন ফি প্রদান সফল হলে আপনার ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটি প্রদর্শিত হবে। প্রবেশপত্রটি ভর্তি পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে। পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আপনার প্রদত্ত মোবাইল নম্বরটি ব্যবহার করুন।
৪. ভর্তি পরীক্ষা:
ক) ভর্তি পরীক্ষা ৩০/১২/২০২৩ ইং তারিখ সকাল ০৯:০০ টায় শুরু হবে ।
খ) ভর্তি পরীক্ষা লিখিত ও মৌখিক হবে।
গ) যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক তার পূর্বের শ্রেণির পাঠ্যবই হতে পরীক্ষা নেওয়া হবে ।
ঘ) বাংলা, ইংরেজি, গণিত ও আরবী বিষয়ের পরীক্ষা নেওয়া হবে । ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য অবশ্যই মীযান, মুনশাইব এবং ৭ম শ্রেণী থেকে উপরের ক্লাসগুলোতে ভর্তির জন্য মীযান ও নাহু তথা আরবী ব্যাকরণ সম্পর্কে অবগতি থাকতে হবে।
৫. ভর্তির নিয়মাবলী:
ক) ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে ভর্তি নেওয়া হবে ।
খ) ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থান না পেলে ভর্তি নেওয়া হবে না ।
গ) ভর্তির সময় নিম্নোক্ত কাগজগুলো জমা দিতে হবে ।
(১) অনলাইনে আবেদনকৃত ফরমের মূল কপি ।
(২) জন্ম সনদের ফটোকপি ।
(৩) দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি।
(৪) পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
(৫) ছাড়পত্র (পূর্বে যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছে।
(৬) অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (ইয়াতিম হলে)।
(৭) পিতার মৃত্যুসনদ (ইয়াতীম হলে)।
ঘ) উপরোক্ত কাগজসমূহ ব্যতীত ভর্তি নেওয়া হবে না ।
আবেদন করতে কোনো সমস্যা হলে যোগাযোগ করুন: 01309-134051 অথবা, ই-মেইল করুন: almarkazrajshahi@gmail.com